সকালে শিউলি তলে
শত ফুলের মেলা বসে,
ফুলের মালা গলে দিবে
তাই সিঁথি ফুল তুলতে আসে !!
আঁচল ভরে ফুল তুলে
মালা গাঁথে নিকেতনে বসে,
কঁচি মনে দোঁলা লাগে
শিউলি ফুলের স্পর্শে !
উল্লাসে ঝরে পড়া
ফুলেতে শিশির ভাসে,
সকালে শিউলি তলে
শত ফুলের মেলা বসে !!
হরষে-বরষে ফুল
কল্লোলিনীতে চলে ভেসে,
এই সুরম্য দেখে সিঁথি
পুলকে হাসে !
হেলিযা দুলিয়া বাতাসে
ফুল ঝরে সকাশে,
সকালে শিউলি তলে
শত ফুলের মেলা বসে !!
তারিখ -১৯/১০/২০০৪
স্থান -চন্ডিপুর, মণিরামপুর, যশোর-৭৪০০
ফোনঃ ০১৯১৯-৮৯৮৬১৪